News71.com
 Bangladesh
 23 Mar 20, 07:46 PM
 810           
 0
 23 Mar 20, 07:46 PM

যশোরে বিদেশ ফেরত ১১০৮ জন হোম কোয়ারেন্টানে॥

যশোরে বিদেশ ফেরত ১১০৮ জন হোম কোয়ারেন্টানে॥

নিউজ ডেস্কঃ যশোরে ২৪ঘন্টায় ৫৫৮ জনকে হোম কোয়ারন্টাইনে রাখা হয়েছে। এই নিয়ে গত ১০মার্চ থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট ১১০৮জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। করোনাভাইরাসের সন্দেভাজনদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, গত ১৫দিনে বিভিন্ন দেশ থেকে ফেরত আসা প্রায় ১০হাজার ব্যক্তির মধ্যে ইতোমধ্যে ৫শতাধিক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, ইমিগ্রেশন থেকে পাওয়া তালিকা নিয়ে প্রশাসন বিদেশ ফেরতদের খোঁজে মাঠে নেমেছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তাদের সন্ধান কাজ চলছে। এ পর্যন্ত যাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে,তাদের পরিবারের কেউ না কেউ বিদেশ থেকে এসেছেন। এদিকে, রোববার দিনে রাতে সমানতালে পৌর এলাকা লকডাউনের গুজব ছড়িয়ে পড়ায় দোকানপাটে মানুষ হুমড়ি খেয়ে পড়েন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে। সোমবার সকাল থেকে শহর, মোড়, বাজারঘাটে লোকজনের ভিড় কম। সবখানে সুনশান নীরবতা। বহু মানুষ স্বেচ্ছায় একরকম ঘরবন্দী হয়ে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন