News71.com
 Bangladesh
 19 Feb 20, 11:54 AM
 904           
 0
 19 Feb 20, 11:54 AM

যশোরের কেশবপুরে দুধ দিয়ে ধুয়ে পবিত্র করা হলো আ’লীগের ৬ কার্যালয়॥

যশোরের কেশবপুরে দুধ দিয়ে ধুয়ে পবিত্র করা হলো আ’লীগের ৬ কার্যালয়॥

নিউজ ডেস্কঃ যশোর-৬ কেশবপুর আসনের প্রয়াত এমপি ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সমর্থিত ছাত্রলীগের নেতাদের দখলকৃত রাজনৈতিক কার্যালয়গুলো দখলমুক্ত করে দুধ দিয়ে ধুয়ে পুতঃপবিত্র করা হয়েছে। ৬টি কার্যালয় ধুতে ৪৯ লিটার গরুর দুধ ব্যবহার করা হয়েছে। এসব কার্যালয়ের একটি থেকে দেশীয় অস্ত্র এবং ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৃথকভাবে এ অভিযান চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশ। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল জানান, আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী এএইচএসকে সাদেকের সহধর্মিনী ২০১৪ সালের কেশবপুর আসন থেকে নির্বাচিত হন। এরপর তিনি সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রীও হন। তার ছত্রছায়ায় থাকা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী ‘হাতুড়ি ও গামছা বাহিনী’ নামে পরিচিতি লাভ করে। তারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচে কৃষক লীগের অফিসটি দখলে নিয়ে মাছের ঘের দখল, মাদক ব্যবসা ও সেবন, চাঁদাবাজি কর্মকাণ্ড পরিচালনা করছিল। গত ২১ জানুয়ারি তার মৃত্যুতে কেশবপুর আসনটি খালি হয়। এরপর গত ১৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী করায় গা ঢাকা দেয় হাতুড়ি ও গামছা বাহিনীর সদস্যরা।

তিনি আরো বলেন, মঙ্গলবার দুপুরে পুলিশের উপস্থিতিতে হাতুড়ি বাহিনীর দখলে থাকা কক্ষটি খুলে ধোয়া মোছার উদ্যোগ নেয়া হয়। এ সময় পুলিশ কক্ষটি থেকে ওই বাহিনীর ব্যবহৃত ২টি ধারালো বেকী, ৪টি তলোয়ার, ১টি কিরিচ ও ফেনসিডিলের খালি ৭টি বোতল উদ্ধার করে। এরপর উপজেলা মহিলা আওয়ামী লীগ গরুর দুধ দিয়ে কক্ষটি ধুয়ে মুছে ফেলে। এরপর তাদের দখলে থাকা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ও দুধ দিয়ে ধুয়ে পুতঃপবিত্র করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর মধ্যে উপজেলা কৃষক লীগের অফিস ধুতে ৫ লিটার, গৌরিঘোনা ইউনিয়নের ভেরচীবাজার আওয়ামী লীগ কার্যালয় ধুতে ১০ লিটার, পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা আওয়ামী লীগ কার্যালয় ধুতে ৫ লিটার, কেশবপুর সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গা আওয়ামী লীগ কার্যালয় ধুতে ৪ লিটার, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ধুতে ২০ লিটার ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা আওয়ামী লীগ কার্যালয় ধুতে ৫ লিটার গরুর দুধ ব্যবহার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন