News71.com
 Bangladesh
 15 Feb 20, 08:34 PM
 847           
 0
 15 Feb 20, 08:34 PM

নড়াইলে পেঁয়াজ ক্ষেত পাহারা দেয়ায় চাষির পা ভাঙল দুর্বৃত্তরা॥

নড়াইলে পেঁয়াজ ক্ষেত পাহারা দেয়ায় চাষির পা ভাঙল দুর্বৃত্তরা॥

নিউজ ডেস্কঃ দেশে ক্রমবর্ধমানভাবে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। যার লাগাম কোনোভাবেই নিয়ন্ত্রণে নিতে পারছে না সরকার। পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এরইমধ্যে নড়াইলে বাড়ির পাশের পেঁয়াজ ক্ষেত পাহারার সময় এক কৃষকের পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও বাড়ির পাশের পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছিলেন কৃষক তৈয়ব মোল্লা। আকস্মিক তার ওপর হামলা চালায় একদল মুখোশধারী। লাঠিপেটায় গুরুতর আহত তৈয়বকে ফেলে রেখে পালিয়ে যান হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। লাঠির আঘাতে তৈয়বের বা পা ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন