News71.com
 Bangladesh
 31 Jan 20, 06:24 PM
 736           
 0
 31 Jan 20, 06:24 PM

সুন্দরবনে ৫০ কেজি হরিণের মাংসসহ মাথা উদ্ধার॥

সুন্দরবনে ৫০ কেজি হরিণের মাংসসহ মাথা উদ্ধার॥

নিউজ ডেস্কঃ সুন্দরবন থেকে ৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার একটি টহল দল সুন্দরবনের ছোট কুমড়াকাঠি খাল এলাকা থেকে এগুলো জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যরা কুমড়াকাঠি খাল এলাকায় টহল দিচ্ছিল। এসময় অবৈধভাবে বিক্রির জন্য রাখা ৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন বন বিভাগের শিবসা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন