News71.com
 Bangladesh
 22 Jan 20, 11:40 AM
 877           
 0
 22 Jan 20, 11:40 AM

নড়াইলে শেকলে বেঁধে ইটভাটায় কাজ করানোয় দায়ে আ. লীগ নেতা কারাগারে॥

নড়াইলে শেকলে বেঁধে ইটভাটায় কাজ করানোয় দায়ে আ. লীগ নেতা কারাগারে॥

নিউজ ডেস্কঃ নড়াইলে শেকলে বেঁধে এক শ্রমিককে ইটভাটায় কাজ করানোর ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি)বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক নয়ন বড়াল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, পাওনা আদায়কে কেন্দ্র করে গত ৩০ নভেম্বর বরিশালের মুলাদী থেকে র‌্যাব পরিচয়ে সালাউদ্দিন গাজী নামের এক শ্রমিককে তুলে আনেন নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম। নির্যাতনের পর শেকলে বেঁধে টানা ৪৯ দিন এস এম বি ব্রিকসে তাকে কাজ করানো হয়। খবর পেয়ে রোববার রাতে ওই ভাটায় অভিযান চালিয়ে ভুক্তভোগী সালাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভাটা মালিক অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করা হয়। নড়াইল পুলিশ সুপারের মো. জসিম উদ্দিন বলেন, শেকলবাঁধা অবস্থায় সালাউদ্দিন গাজীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে দীর্ঘ ধরে শারীরিকভাবে নির্যাতনও করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন