News71.com
 Bangladesh
 02 Jan 20, 10:37 AM
 779           
 0
 02 Jan 20, 10:37 AM

খুলনা বিআরটিএ’তে দুদকের হানা ॥ ২ দালালের জনের সাজা

খুলনা বিআরটিএ’তে দুদকের হানা ॥ ২ দালালের জনের সাজা

নিউজ ডেস্কঃ খুলনার বিআরটিএ কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) হানা দিয়ে এক দালালকে আটক করেছে। এ সময় আনসার সদস্য আনোয়ারের কাছ থেকে বিপুল পরিমাণ কাগজপত্র জব্দ করা হয়। বুধবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আনসার সদস্য মো. আনোয়ারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং দালাল আকিব মোল্লাকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। দুদকের সহকারী পরিচালক মো. শাওন মিয়া জানান, বিআরটিএতে গাড়ি হস্তান্তরের কাগজপত্র, গাড়ির রুট পারমিট, ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স তৈরিতে মানুষ প্রতিনিয়ত দালালের মাধ্যমে হয়রানি হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় অভিযান শুরু হয়। অভিযানের সময় আনসার সদস্য মো. আনোয়ারের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, নোটারি পাবলিকের কাগজপত্র ও লার্নার ফরম পাওয়া যায়। এছাড়া যোগীপোল এলাকার আবদুল বারিকের ছেলে দালাল আকিব মোল্লার কাছে বিভিন্ন ব্যক্তির গাড়ির কাগজপত্র পাওয়ায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থ ও কারাদণ্ড দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন