News71.com
 Bangladesh
 03 Dec 19, 03:05 PM
 939           
 0
 03 Dec 19, 03:05 PM

খুলনায় জাকিয়ে আসছে শীত॥ বিকাল হলেই বইছে হিমেল হাওয়া

খুলনায় জাকিয়ে আসছে শীত॥ বিকাল হলেই বইছে হিমেল হাওয়া

মিথুন কুমার মন্ডল : দেশের দক্ষিণের জেলা খুলনা। এ জেলায় প্রতি বছরের মত নভেম্বর মাসের শেষ দিকে ও ডিসেম্বর মাসের শুরুতেই হালকা থেকে মাঝারী ঠান্ডার মধ্য দিয়ে শুরু হয় শীতের আগমনী বার্তা। গত কয়েকদিন ধরে বইতে শুরু করেছে শীতের আবহাওয়া। যদিও ঘুর্ণিঝড় বুলবুলের পর থেকেই শীতের বার্তা পৌঁছে শুরু করেছে খুললায়। রোদের তাপমাত্রা দিনের বেলায় কমতে শুরু করেছে। বিকাল থেকে শীতের আবাস পাওয়া যাচ্ছে খুলনায়। সন্ধ্যা থেকে ভোর হওয়া পর্যন্ত হালকা থেকে মাঝারি শীত অনুভব হচ্ছে। অনেকেই হালকা শীতের কাপড় পরিধান করে সন্ধ্যায় বের হচ্ছে ঘরের বাইরে। উঠতে শুরু করেছে শীতকালিন শাক সবজী । অনেক যায়গায় খেজুরের রসও পাওয়া যাচ্ছে। 

খোজ-খবর নিয়ে জানা গেছে, দেশের অন্যান্য জেলায় শীত ভালোই অনুভূত হচ্ছে। বিশেষ করে দেশের উত্তরের জেলা গুলোতে। সেই সাথে দিনভর রোদের কারণে একটু গরম লাগলেও বিকাল থেকেই শীতল হাওয়া আর সন্ধ্যার পর পরই কুয়াঁশাও ঝরছে। রাতে ঘণ কুয়াশা ঝরছে। মধ্য রাতের পর টিনের চালা থেকে পড়ছে হালকা বৃষ্টির মতো কুয়াশার জল। সাকালে উঠে দেখা মিলছে বিভিন্ন লতা, পাতা, গাছে যেনো শিশিরের অলংকার পড়েছে। তাই মানুষ রাতে ফ্যান বাদ দিয়ে এখন কম্বল-কাঁথা নেয়া শুরু করেছে।অন্যদিকে কৃষকরা অপেক্ষাকৃত উচুঁ জমিতে আবাদ করতে শুরু করেছেন শীতকালীন বিভিন্ন ধরনের শাক-সবজি। ইতিমধ্যে কৃষকদের এ শাক-সবজি হাট-বাজার গুলোতে উঠতে শুরু করেছে। বর্তমানে শীতের শাক-সবজির দামও বেশ ভাল। তাই হাসি ফুটেছে কৃষকদের মুখেও।খুলনার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণ অঞ্চলে বইতে শুরু করেছে শীতের হাওয়া। এখন প্রতিদিন তাপমাত্রা কমতে থাকবে আর শীতের মাত্রা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এখন থেকে সন্ধ্যা হলেই ঘণ কুয়াশা পড়বে।আর দিনদিন কুয়াশা আর হিমেল বাতাসে শীতার মাত্রাও বেড়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন