News71.com
 Bangladesh
 26 Nov 19, 06:15 PM
 784           
 0
 26 Nov 19, 06:15 PM

বাগেরহাট খানজাহানের (রহ.) দীঘি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার॥

বাগেরহাট খানজাহানের (রহ.) দীঘি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ বাগেরহাটে খানজাহান (রহ.) আলী মাজারের দীঘি থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে দীঘির পূর্ব পাশের ঘাট সংলগ্ন পানির ভেতর থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি মাজার দেখতে এসেছিলেন।তার বাড়ি মোরেলগঞ্জ উপজেলায়। এর চেয়ে বিস্তারিত জানতে পারেনি পুলিশ। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফকির পান্নু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


উদ্ধার হওয়া মরদেহের পরনে লুঙ্গি ও গায়ে পাঞ্জাবি ছিল।তার মুখে দাড়ি এবং কপালে নামাজ পড়ার দাগ রয়েছে। বৃদ্ধের ব্যবহৃত একটি ছোট টর্চ লাইট ও বেতের লাঠি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে তিনি ওই ঘাটে নেমেছিলেন। ওসি আরও বলেন, গতকাল টুরিস্ট পুলিশের এক সদস্য ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিল কোথায় বাড়ি, তখন বৃদ্ধ বলেছিল মোরেলগঞ্জ। আমরা মোরেলগঞ্জ থানার ওসিসহ দেশের সব থানায় তথ্য পাঠিয়ে দিয়েছি। যদি তার পরিচয় না পাওয়া যায় তাহলে আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন