bangladesh
 05 Nov 19, 01:53 PM
 80             0

শ্যামনগর বুড়িগোয়ালিনী তে শুরু হয়েছে ডলফিন মেলা॥

শ্যামনগর বুড়িগোয়ালিনী তে শুরু হয়েছে ডলফিন মেলা॥

গৌতম কুমার মন্ডল (সাতক্ষীরা) শ্যামনগর থেকেঃ সাতক্ষিরা শ্যামনগর সুন্দরবন ঘেষা বুড়িগোয়ালিনী তে শুরু হয়েছে ডলফিন মেলা। এই এলাকায় ইরাবতী ডলফিন ও শুশুক বিপন্ন প্রায়। আজ ৪ নভেম্বর সকাল দশটায় শুরু হয়েছে বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ডলফিন সংরক্ষণে এই মেলায় বিশেষ আকর্ষণ রয়েছে ডলফিন আকৃতির নৌকা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, মেলায় বিভিন্ন স্টল দিয়ে সুন্দরবনের চিত্র দেখানো হচ্ছে। বাংলাদেশ আই ইউ সি এন-এর আয়োজনে বন বিভাগ ও ইউএনডিপির অর্থায়নে   ইতিমধ্যে  মংলা, খুলনা,  সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও পানখালিতে অংশ বিশেষ বিভিন্ন  স্থানে পুতুল নাচ  এবং আলোকচিত্র প্রদর্শনী করা হচ্ছে। 

শিশুদের মাধ্যমে ডলফিন সংরক্ষণ  বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন আইইউসিএন-এর রিপ্রেজেন্টেটিভ রাকিবুল আমিন আরো উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল গনি, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  পীযূষ বাউলিয়া পিন্টু সহ বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নে বিদ্যালয় ছাত্র ছাত্রী বৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')