News71.com
 Bangladesh
 17 Oct 19, 12:08 PM
 738           
 0
 17 Oct 19, 12:08 PM

অর্থ আত্মসাথের মামলায় খুলনার সহকারী কর কমিশনার গ্রেপ্তার॥

অর্থ আত্মসাথের মামলায় খুলনার সহকারী কর কমিশনার গ্রেপ্তার॥

নিউজ ডেস্কঃ বরখাস্ত হওয়া খুলনার সহকারী কর কমিশনার মেজবাহকে তিন কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা সরকারি রাজস্ব আত্মসাতের দায়ে গ্রেপ্তার করেছে দুদক। বুধবার সন্ধ্যা ৬টায় বয়রায় তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নামজুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের ২৭ মে খুলনা কর অঞ্চলের উপ কর কমিশনার(সদর প্রশাসন) খোন্দকার তারিফ উদ্দীন আহমেদ বাদি হয়ে মুখ্য মহানগর হাকিমের আদালত(খালিশপুর) অঞ্চলে তার বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে(পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম মঙ্গলবার ২৮ মে এ আদেশ দেন। খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায় বলেন, প্রাথমিক তদন্তে সহকারী কর কমিশনার মেঝবাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আদালতে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন