News71.com
 Bangladesh
 09 Oct 19, 11:13 AM
 738           
 0
 09 Oct 19, 11:13 AM

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক লরি ধর্মঘট ।।

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক লরি ধর্মঘট ।।

নিউজ ডেস্কঃ খুলনাসহ ফরিদপুরের ১৫ জেলায় ১০ ঘন্টার ধর্মঘট শুরু করেছে ট্যাংক লরি শ্রমিকরা। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ধর্মঘট বিকেল ৬টা পর্যন্ত চলবে। এই ১০ ঘণ্টা খুলনা মহানগরীর খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করে খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম ও সাবেক সভাপতি মীর মোকছেদ আলী বলেন, শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুর রহিম ও সাঈদের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনার মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। অবিলম্বে চার্জশিটসহ মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিক-মালিক সমিতিসহ চারটি সংগঠন ১০ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। ধর্মঘট চলার সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে লাগাতার ধর্মঘট পালন করা হবে। এদিকে পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় চালক এবং যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন