News71.com
 Bangladesh
 07 Sep 19, 10:58 PM
 811           
 0
 07 Sep 19, 10:58 PM

শ্যামনগরে মানবপাচার চক্রের হোতা গ্রেফতার ।।

শ্যামনগরে মানবপাচার চক্রের হোতা গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ গৃহবধূকে পাচারের পরে ভারতের পতিতালয়ে বিক্রির অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর থেকে আজিজুল হক (৬২) নামে মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের আবাদচন্ডিপুর পানখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ জুলাই যশোরের ঝিকরগাছা উপজেলার মহেশপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়েকে (২১) সংঘবদ্ধ মানবপাচার চক্রটি ভাল চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে। চক্রের অন্যতম সদস্য শহীদ গাজী ও আব্দুল বারেকের মাধ্যমে ভারতে নিয়ে যাওয়ার পর গ্রেফতারকৃত আজিজুল হকের ছেলে আশিক প্রথমে তাকে মুম্বাইয়ের একটি পতিতালয়ে বিক্রি করে। পরবর্তীতে সেখান থেকে তাকে দিল্লির অপর একটি পতিতালয়ে নিয়ে যাওয়ার পর পুলিশ গ্রেফতার করে। এসময় ভারতে অবস্থানরত সংঘবদ্ধ চক্রের সদস্যরা জামিনে মুক্ত করে এনে তাকে প্রথমে দিঘা এবং পরবর্তীতে মহারাষ্ট্রের পুনে এলাকায় আটকে রাখে। সংঘবদ্ধ এ চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে নারী ও শিশুদের ভাল চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে আসছিল। আরও অন্তত ৭ জন নারী এ পাচার চক্রের মাধ্যমে ভারতে পাচার হয়ে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে আটক রয়েছে বলে জানিয়েছে আজিজুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন