News71.com
 Bangladesh
 02 Sep 19, 09:46 PM
 883           
 0
 02 Sep 19, 09:46 PM

খুলনায় ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে দুদকের অভিযান॥

খুলনায় ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে দুদকের অভিযান॥

নিউজ ডেস্কঃ খুলনায় ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হট লাইন-১০৬ এ অভিযোগ পেয়ে আজ সোমবার দুপুর ২টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চলে। অভিযান চলাকালে টানা দুই ঘণ্টা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা। দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের বলেন, দুদকের হট লাইন-১০৬ এ অভিযোগ পেয়ে ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে অভিযান চালানো হয়। খুলনা ওষুধ প্রশাসনের অফিসের অধীন বিভিন্ন ধরণের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে ১৮০টি। এছাড়া ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে ৩ হাজার ৫৩৬টি।

তিনি আরো বলেন, প্রাথমিক অনুসন্ধানে অধিকাংশ প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নে অনিয়ম ও নতুন লাইসেন্স প্রদানে আর্থিক সুবিধা নেওয়াসহ দুর্নীতি পাওয়া গেছে। অনুসন্ধান প্রতিবেদন দ্রুত দুদকের সদর দপ্তরে পাঠানো হবে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি। পরে দুদক কর্মকর্তারা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন