News71.com
 Bangladesh
 28 Aug 19, 01:19 PM
 413           
 0
 28 Aug 19, 01:19 PM

নড়াইলে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা।।

নড়াইলে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ নড়াইলে কলেজছাত্র সাগর দাসকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা মোড় এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সাগর নড়াইল সদরের উজিরপুর কলাইতলার গোদাই দাসের ছেলে এবং গোবরা মিত্র কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র ছিলেন। তার মাথায় কোপের চিহৃসহ শরীরে আঘাত রয়েছে। এদিকে সাগরের মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন ও বাইসাইকেল ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাত অবধি ফিরে না আসায় সাগরকে অনেক খোঁজাখুজি করা হয়।এছাড়া তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও পরিবারের সদস্যরা কোনো সাড়া পাননি। পরে বুধবার সকালে ওইস্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ ব্যাপারে সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় জড়িত কাউকে সনাক্ত করা যায়নি। হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন