News71.com
 Bangladesh
 18 Aug 19, 07:49 PM
 522           
 0
 18 Aug 19, 07:49 PM

বেনাপোলে ৪০ হাজার মার্কিন ডলারসহ নারী হুন্ডি ব্যবসায়ী আটক॥

বেনাপোলে ৪০ হাজার মার্কিন ডলারসহ নারী হুন্ডি ব্যবসায়ী আটক॥

নিউজ ডেস্কঃ বেনাপোলের আমড়াখালী থেকে ৪০ হাজার ৪০০ মার্কিন ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ এক নারী হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার রাত ১০টার দিকে আমরাখালী বাসস্ট্যান্ডে দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান, ঈদের ছুটিতে ভারত ভ্রমণ শেষে বাংলাদেশিরা দেশে ফিরছেন। এ সুযোগে অতিরিক্ত ভিড়ের আড়ালে সুরাইয়া বেগম নামে ঐ নারী হুন্ডি ব্যবসায়ী চেকপোস্ট পার হয়ে বাইরে চলে আসে। গোপন তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাকে বিপুল পরিমাণ টাকাসহ হাতেনাতে আটক করে বিজিসি সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন