bangladesh
 07 Aug 19, 11:51 PM
 80             0

যশোরের বেনাপোল বন্দরে আড়াই মেট্রিক টন ‘আমদানি নিষিদ্ধ ভায়াগ্রার’ চালান আটক !!

যশোরের বেনাপোল বন্দরে আড়াই মেট্রিক টন ‘আমদানি নিষিদ্ধ ভায়াগ্রার’ চালান আটক !!

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল বন্দরে অবৈধভাবে ভারত থেকে আমদানিকৃত আড়াই মেট্রিক টন‘ভায়াগ্রার’ চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতমঙ্গলবার সন্ধ্যায় আটক করা এই চালানই দেশের ইতিহাসে সর্ববৃহত চালান বলে মনে করছে কাস্টমস কর্তৃপক্ষ। এরআগে গত এপ্রিল মাসে প্রথমবারের মতো ২০০ কেজির ভায়াগ্রার চালান আটক করেছিল বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি গত ২৪ জুলাই দুপুরে বেনাপোল কাস্টমস ক্লাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')