News71.com
 Bangladesh
 04 Aug 19, 07:03 PM
 835           
 0
 04 Aug 19, 07:03 PM

নির্মাণের আগেই ঝিনাইদহ শহরে ভেঙ্গে পড়ল নির্মানাধীন ব্রিজের গার্ডার॥

নির্মাণের আগেই ঝিনাইদহ শহরে ভেঙ্গে পড়ল নির্মানাধীন ব্রিজের গার্ডার॥

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন ১২০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজের দুইটি বৃহৎ আকারের গার্ডার ভেঙ্গে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ২০ জন শ্রমিক। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। ব্রিজের গার্ডার ভেঙ্গে পড়ার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায় জাইকার অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাজ শেষে এখন ব্রিজের দুই পাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল। কোম্পানীর ম্যাসেঞ্জার ওলিউর রহমান জুয়েল জানান, জগ দিয়ে গার্ডার স্থানান্তরিত করার সময় অসাবধান বশত প্রায় একশ ফুট দৈর্ঘ্য গার্ডার দুইটি নিচে পড়ে ভেঙ্গে গেছে। শ্রমিকরা এ সময় খাবার গ্রহণ করায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি। তবে এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন