bangladesh
 28 Jul 19, 11:47 AM
 75             0

খুলনায় মাছ চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

খুলনায় মাছ চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

নিউজ ডেস্কঃ খুলনায় একটি মাছের ঘেরে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে আজগর শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজগর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার গ্রামের মহর আলীর ছেলে। স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে এলাকাবাসী দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছে। কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোরের দল কীটনাশক দিয়ে মাছ চুরি করছে। গতকাল শনিবার রাতে চোরেরা কীটনাশক ছড়িয়ে মাছ ধরার সময় পাহারারত এলাকাবাসী মাছ চোর আজগরকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')