News71.com
 Bangladesh
 30 Jun 19, 11:39 AM
 1010           
 0
 30 Jun 19, 11:39 AM

বাজেটে থোক বরাদ্দের দাবি খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির॥

বাজেটে থোক বরাদ্দের দাবি খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির॥

নিউজ ডেস্কঃ খুলনায় গ্যাসলাইন প্রকল্প ফের চালু করতে বাজেটে থোক বরাদ্দের দাবি জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারা। তাঁরা বলেছেন, জ্বালানির সংস্থান না করতে পারায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প-কারখানা রুগ্ন হয়ে পড়েছে। বাড়ছে উৎপাদন খরচ। এতে এ অঞ্চলের মানুষ অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উদ্যোক্তারা শিল্প স্থাপন করবে। এতে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। গতকাল শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে ‘গ্যাস নেই, গ্যাস চাই’ দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের একাংশের সভাপতি ভাষাসৈনিক লোকমান হাকিমের সভাপতিত্বে ও মহাসচিব এস এম সোহরাব হোসেনের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উন্নয়ন ফোরামের চেয়ারপারসন শরীফ শফিকুল হামিদ চন্দন, এফ এম ইকবাল, শাহ লায়েক উল্লাহ, অধ্যাপক রিপন আহমেদ, মো. শওকাত মোল্যা, মো. ইয়াছিন মোল্যা, সৈয়দ বেলাল হোসেন, সামসুর রহমান বাবুল, মো. কামরুল করিম বাবু, হাফেজ আনসার আলী, শেখ আইনুল হক, মো. বুলবুল শেখ, মো. ইয়াকুব শিকদার, মো. সাবির খান, কাজী হাসনাত হোসেন কমিট, মো. নূর ইসলাম, জেসমিন জামান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন