bangladesh
 09 Jun 19, 01:11 PM
 60             0

খুলনার ডুমুরিয়ায় বাস- পিকআপ ভ্যানের সংঘর্ষ॥নিহত ১, আহত ৩০

খুলনার ডুমুরিয়ায় বাস- পিকআপ ভ্যানের সংঘর্ষ॥নিহত ১, আহত ৩০

নিউজ ডেস্কঃ খুলনায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক শেখ ইমদাদুল হক (৩৫) নিহত ও নারী-শিশুসহ উভয় পরিবহনের ৩০জন আহত হয়েছেন। আজ রবিবার সকাল ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কার্ত্তিকডাঙ্গানামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যানের চালক শেখ ইমদাদুল হক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কেরামতউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে পাইকগাছা থেকে খুলনার উদ্দেশে যাত্রীবাহী বাস (খুলনা-জ-০৫-০০০৮) ছেড়ে আসে। অপরদিকে খুলনা থেকে পাঙ্গাস মাছের পোনা বহনকারী একটি পিকআপ ভ্যান ( খুলনা মেট্রো (১১-১১০৮) সাতক্ষীরায় যাচ্ছিল। সকাল ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কার্ত্তিকডাঙ্গানামক স্থানে পৌঁছালে বাস ও দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ইমদাদুল হক নিহত হন। এ সময় নারী-শিশুসহ উভয় পরিবহনের অন্তত ৩০জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত পিকআপ ভ্যানের হেলপার রবিউল ইসলাম (৩৫) এবং বাসের যাত্রী শাহিদা বেগম (৫০), রুহুল আমিন (৪০) ও রমনী বিশ্বাসকে (৩৫) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং মানিক (২৮) ও আজাদকে (৩৫) ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')