Bangladesh
 04 Jun 19, 01:00 PM
 340             0

খুলনায় যুবকের মরদেহ উদ্ধার।।

খুলনায় যুবকের মরদেহ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ খুলনা মহানগরীর আফিলগেট বাইপাস সড়ক সংলগ্ন বিএম কলেজের পাশ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা বিএম কলেজের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক)হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন