News71.com
 Bangladesh
 20 May 19, 06:12 PM
 861           
 0
 20 May 19, 06:12 PM

আওয়ামী লীগে হাইব্রিডদের স্থান নেই॥শেখ হেলাল এমপি

আওয়ামী লীগে হাইব্রিডদের স্থান নেই॥শেখ হেলাল এমপি

নিউজ ডেস্কঃ বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন বলেছেন, জাতির পিতার আদর্শে বিশ্বাস তৃণমূলের দলীয় নেতাকমীসহ সাধারণ মানুষের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তখনতো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হাইব্রিডদের প্রয়োজন হয়নি। এখন দল ক্ষমতায়,- নেতারা কেন এখন হাইব্রিডদের আশ্রয় দেবেন? তিনি বলেন, আওয়ামী লীগে হাইব্রিডদের কোন স্থান নেই। বাংলাদেশের গ্রামেগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি রয়েছে। এই ঘাটিকে টিকিয়ে রাখতে হবে। তাই দলমত নির্বিশেষে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করে আওয়ামী লীগকে আরো শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। জনপ্রতিনিধি ও দলীয় নেতারা বিএনপি- জামায়াতের কাউকে চাকরি দিলে বা কোন চাকরি প্রত্যাশীর কাছ থেকে টাকা নিলে তাকে দল থেকে বহষ্কিার করা হবে বলেও হুশিয়ারি উচ্চারন করেন শেখ হেলাল।

আজ সোমবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, অক্টোবরে জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ওয়ার্ড, থানা ও মহানগরের সম্মেলন শেষ করতে হবে। সেভাবেই সকলকে প্রস্তুতি নিতে হবে। এরআগে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভার উদ্বোধন করেন এমপি হেলাল উদ্দিন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্যে রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুসহ পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন