Bangladesh
 19 May 19, 10:04 PM
 353             0

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের বাগদাড়ী গ্রামে বজ্রপাতে ইসানুর খাঁ (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ইসানুর খাঁ বাগদাড়ী গ্রামের ইউনুস খাঁর ছেলে।জানা যায়, নিহত ইসানুর নিজ গ্রামে বর্গাচাষি হিসেবে অন্যের জমিতে চাষাবাদ করতেন। বাগদাড়ী গ্রামের ইউপি সদস্য শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে ইসানুর খাঁ বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খড়ের গাদায় কাজ করছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন