News71.com
 Bangladesh
 06 May 19, 05:22 AM
 880           
 0
 06 May 19, 05:22 AM

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে র‍্যাবের 'বন্দুকযুদ্ধ'

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে র‍্যাবের 'বন্দুকযুদ্ধ'

নিউজ ডেস্কঃ সুন্দরবনে জলদস্যু বাহিনীর সাথে র্যানব-৬ এর গুলি বিনিময় হয়েছে। এতে ৩ দস্যু গুলিবিদ্ধ ও র্যানবের দুই সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার সকালে সুন্দরবনের পশুর নদীর খোন্তা কোদাইল্লা খালে এ গুলি বিনিময়র ঘটনা ঘটে। পশুর নদী খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা এলাকায় অবস্থিত।

র্যা ব-৬ এর কোম্পানী কমান্ডার মেজার শামীম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোন্তা কোদাইল্লা খালে জলদস্যুদের অবস্থান জানতে পেরে আজ সোমবার ভোররাতে র্যা ব সদস্যরা অভিযান চালায়। র্যাাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা প্রথমে গুলি চালায়। পাল্টা হিসেবে র্যাাবও গুলি চালায়। দীর্ঘক্ষন গুলি বিনিময়ের পর জলদস্যুরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৩ দস্যুকে আটক করা হয়। তারা হলেন- আলম, খোরশেদ ও রশিদ। একই সাথে র্যা বের দুই সদস্য আহত হয়েছে। পরে জলদস্যুদের ব্যবহৃত নৌকার ভিতর থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন