News71.com
 Bangladesh
 18 Apr 19, 12:57 PM
 1015           
 0
 18 Apr 19, 12:57 PM

আশাশুনিতে স্বাসরোধ করে স্ত্রীকে হত্যা॥ ঘাতক স্বামী আটক  

আশাশুনিতে স্বাসরোধ করে স্ত্রীকে হত্যা॥ ঘাতক স্বামী আটক   

সাতক্ষিরা প্রতিনিধিঃ সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলায় স্ত্রী শাহিদা খাতুন (১৮) কে শ্বাসরোধ করে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। যদিও পরে স্বামী আবুল কাশেম (২১) নিজে আত্মহত্যা চেষ্টা চালিয়েছেন বলে শোনা যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে অচেতন অবস্থায় উপজেলার গুতিয়াখালী চর থেকে আবুল কাশেমকে উদ্ধার ও আটক করে পুলিশ। বর্তমানে পুলিশ প্রহরায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তিনি। নিহত শাহিদা খাতুন (১৮) উপজেলার কোদন্ডা আদর্শ গ্রামের মাজেদ গাজীর মেয়ে। এছাড়া ঘাতক আবুল কাশেম একই গ্রামের মৃত নওশের মোল্যার ছেলে।

স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে হাসপাতালে চিকিৎসাধীন কাশেম জানায়, সে একজন ইটভাটা শ্রমিক। প্রায় আট মাস আগে পারিবারিকভাবে শাহিদার সাথে তার বিয়ে হয়। এর কিছুদিন পর সে বউকে রেখে খর্ণিয়া ইটভাটায় কাজ করতে চলে যায়। মাঝেমধ্যে সে বাড়িতে এলেও স্ত্রীর সাথে তার সম্পর্ক ভাল যাচ্ছিল না।সর্বশেষ গত মঙ্গলবার (১৬ এপ্রিল) বাড়িতে আসলেও তাদের মধ্যে কোন সমঝোতা হয়নি। বুধবার (১৭ এপ্রিল) রাতে শাহিদা বারান্দায় নিজের জন্য বিছানা করলে রাত ১২টার দিকে তাকে ঘরে আসতে বলি। কিন্তু সে ঘরে না আসায় তাকে জোর করে ঘরের ভেতর আনলে তর্কতর্কির একপর্যায়ে শ্বাস রোধ করে হত্যার পর তাকে খাটে কাঁথা দিয়ে ঢেকে মশারি টাঙিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরে আমি নিজেও আত্মহত্যার জন্য বিষপান করি। আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক আবুল কাশেমকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ প্রহরায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন