News71.com
 Bangladesh
 17 Apr 19, 06:48 PM
 935           
 0
 17 Apr 19, 06:48 PM

শ্যামনগরে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের নামে থানায় মামলা॥

শ্যামনগরে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের নামে থানায় মামলা॥

সাতক্ষিরা প্রতিনিধি: সাতক্ষিরা জেলাক সুন্দরবন সংলগ্ন থানা শ্যামনগর নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান হাফিজুর রহমানের বিরুদ্ধে গতকাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানায় মামলা করার পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে গতকাল বুধবার সকাল ১১ টার দিকে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।

থানায় দায়েরকৃত লিখিত এজাহারের অভিযোগ করা হয়েছে, বিভিন্ন সময়ে স্কুলে ফাকা পেয়ে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিত ঐ স্কুলের লাইব্রেরিয়ান হাফিজুর। পরে ঘটনার দিন গত ১৫ এপ্রিল সকালে স্কুল ড্রেজের সাথে অন্য ওড়না পরার অপরাধে এক ছাত্রীর শরীল থেকে ওড়না খুলে নিয়ে দাড় করিয়ে দেয় ওই শিক্ষক। প্রায় ১০ মিনিট ওড়না বিহীন দাড় করিয়ে রাখে তাকে।এঘটনাকে কেন্দ্র করে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক এবং সুশীল সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে গতকাল ১৭ এপ্রিল সকালে শ্লীলতাহানির অভিযোগ এনে ওই ছাত্রী বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন নিউজ ৭১ ডটকমকে জানান, স্কুল ছাত্রীর শ্লীনতাহানীর বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।অভিযুক্ত লাইব্রেরিয়ান হাফিজুর রহমানকে ধরার জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন