News71.com
 Bangladesh
 03 Mar 19, 03:35 PM
 991           
 0
 03 Mar 19, 03:35 PM

খুলনায় ৩ বস্তা বিক্রি নিষিদ্ধ ওষুধসহ ১ ব্যক্তিকে আটক।

খুলনায় ৩ বস্তা বিক্রি নিষিদ্ধ ওষুধসহ ১ ব্যক্তিকে আটক।

নিউজ ডেস্কঃ খুলনায় বিক্রি নিষিদ্ধ ৩ বস্তা ওষুধ (ফিজিশিয়ান স্যাম্পল) পাচারের সময় আশিক শেখ (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার বিকালে নগরীর মজিদ সরণি এলাকায় ইজিবাইক থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। জানা যায়, বিভিন্ন কোম্পানির এসব ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বাজারে ছাড়ার আগে রোগীদের ওপর পরীক্ষার উদ্দেশ্যে চিকিৎসকদের দেয়া হয়। যা ওষুধের দোকানে বা সাধারণ মানুষের কাছে সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নিয়ম না মেনে কিছু অসাধু ব্যবসায়ী এ ধরণের ওষুধ বিক্রি করছেন।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক আশিক শেখের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। সে বেশ কিছুদিন খুলনার হেরাজ মার্কেটে ওষুধ বিক্রির কাজ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রি নিষিদ্ধ এসব ওষুধ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিনেছে বলে জানিয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটক আশিককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা ওষুধ সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন