News71.com
 Bangladesh
 12 Feb 19, 06:05 PM
 1503           
 0
 12 Feb 19, 06:05 PM

সাতক্ষিরায় শিবিরকর্মী ছাত্রলীগের সভাপতি প্রার্থী॥রাজনৈতিক মহলে আলোচনার ঝড়

সাতক্ষিরায় শিবিরকর্মী ছাত্রলীগের সভাপতি প্রার্থী॥রাজনৈতিক মহলে আলোচনার ঝড়

নিউজ ডেস্ক : কথিত এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দেবহাটা উপজেলা ছাত্রলীগের ৫১ জন কর্মককর্তা সাক্ষরিত অভিযোগ সাতক্ষীরা জেলা ছাত্রলীগ বরাবর দাখিল করা হয়েছে। অভিযুক্ত স্বঘোষিত এই ছাত্রলীগ নেতার নাম সোহাগ হোসেন। তার বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের টেপুখালি গ্রামে। লিখিত অভিযোগে জানাগেছে আলোচিত সোহাগ হোসেন একজন সক্রিয় জামাত শিবিরকর্মী। জানাগেছে দেবহাটায় ২০১৩ সালের জামায়াতের সৃষ্ট ভয়ংকার সহিংসতায় নেতৃত্বদানকারী এবং বিভিন্ন মসজিদে বাজারে মোড়ে প্রকাশ জাতিরজনক বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন এই সোহাগ ।এর বাইরেও সোহাগ একজন চিহ্নিত মাদকাসক্ত ও বিবাহিত হিসেবে সুপরিচিত । এমন একজন চিন্হিত মাদকাশক্ত,শিবিরকর্মী ছাত্রলীগের নেতা হওয়ার দৌড়ে নামার পর সাতক্ষিরা জেলার রাজনৈতিক মহলে আগুনে ঘি ঢালার মত উত্তাপ ছড়াচ্ছে।

 

ইতিমধ্যেই সোহাগের বিরুদ্ধে নওয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্যাডে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের স্বাক্ষরিত এবং ইউনিয়ন আওয়ামীলীগের প্যাডে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক স্বাক্ষরিত এবং দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি) সুপারিশকৃত লিখিত অভিযোগ সাতক্ষীরা জেলা ছাত্রলীগ বরাবর প্রেরনের পাশাপাশি তার কপি স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেরণ করা হয়েছে । স্থানীয় নেতৃত্বের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে সাতক্ষিরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদুত ও লাল সবুজের কথা সহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে বিষয়টি দেবহাটাসহ গোটা সাতক্ষিরা জেলার রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। সকলের একটাই বক্তব্য জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগে সোহাগ হোসেনের মত লোকের কোন স্থান নেই। যেকোন মুল্যে তাকে প্রতিহত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন