bangladesh
 09 Aug 18, 11:31 AM
 297             0

মাদক ও চোরাচালান প্রতিরোধে বেনাপোলে বিজিবির মতবিনিময় সভা

মাদক ও চোরাচালান প্রতিরোধে বেনাপোলে বিজিবির মতবিনিময় সভা

নিউজ ডেস্কঃ মাদক ও চোরাচালান প্রতিরোধে আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্তের স্থানীয় বিজিবি ক্যাম্পে এক জনসচেতনতামূলক মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. খালেদ আল- মামুন। ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. তৌহিদুল ইসলাম। মাদক বিরোধী এ অনুষ্ঠানে পুটখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নাগরিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ এলাকায় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এ সময় মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম, পুটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রউফ ও ইউপি সদস্য আব্দুর রব। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশি গরু রাখালরা যাতে অবৈধভাবে ভারতে প্রবেশ না করে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রেষণা প্রদান করেন। তাছাড়া কোন বাংলাদেশি নাগরিক মাদক পাচার, নারী শিশু পাচার, অস্ত্রপাচারসহ যে কোন ধরনের অপরাধ মুলক কর্মকান্ডে সমপৃক্ত না হয় সে ব্যাপারে আলোচনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')