
					
					  					  
					  				  
				  মিথুন কুমার: দেশের দক্ষিণ বঙ্গের অন্যতম জেলা খুলনা।এই জেলার বিভিন্ন উপজেলায় এখন আমের ফুটন্ত মুকুলে ছেয়ে গেছে চারপাশের গাছগুলো।মুকুলের ছড়িয়ে যাওয়া মৌ মৌ গন্ধের টানে মধু আহরণে গাছে গাছে ছোটাছুটিতে ব্যস্ত খুদে মাছি ও মৌমাছিরা।মাছ চাষের জন্য উপযোগী হিসেবে পরিচিত খুলনা।সমপ্রতি জনপ্রিয় হয়ে উঠেছে আম চাষ।আমগাছজুড়ে দেখা দিয়েছে থোকায় থোকায় মুকুল। বর্তমানে চারিপাশে আমগাছের পাতা ঢাকা পড়েছে মুকুলের ভারে। এবারে আমের রেকর্ড পরিমানের মুকুল দেখা দিয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে খুলনার বটিয়াঘাটা-ডুমুরিয়া-ফুলতলা উপজেলায় আমের বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে।
আম গাছে ব্যাপক আকারে মুকুল দেখা দেওয়ার আগ থেকে ফলন ভালো পাওয়ার আশায় পরিচর্যা শুরু করেছেন স্থানীয় বাগানি ও চাষিরা। খড়া মৌসুমে বৃষ্টিপাত দেখা না দেওয়ায় সেচের মাধ্যমে আমগাছের গড়ায় পানি সরবরাহ করছেন তারা। কোনো ধরনের ছত্রাক বা রোগে আক্রান্ত না হয় এজন্য কৃষি বিভাগের পরামর্শ নিচ্ছেন স্থানীয় আম চাষিরা। আগামীতে ফলন উঠা পর্যন্ত গাছ ও ফলের পরিচর্যা কাজ চালিয়ে যাবেন তারা।খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র খেকে জানা যায়, চলতি মৌসুমে খুলনা জেলায় বিভিন্ন উপজেলা মিলে প্রায় ৭০০ হেক্টর জমিতে আম চাষে করা হয়েছে এই বার।বর্তমানে জেলার আমগাছের শাখায় থোকায় থোকায় ঝুলছে ফুটন্ত মুকুল।তবে কিছু গাছের মুকুল থেকে এসেছে আমের ছোট গুটি।
বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষিবিদ জীবান্দ রায় নিউজ ৭১ এর সাথে একান্ত আলাপ চারিতায় জানান,এ বছর আমের ফলন বেড়েছে।মুকুল ধরা থেকে ফল আসা ও ফল উঠা পর্যন্ত সব ধরনের পরিচর্যা কাজে কৃষি বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করবেন। অনুকূল আবহাওয়া থাকলে এবার খুলনা জেলায় রেকর্ড পরিমানে আমের ফলন হবে।