News71.com
 Bangladesh
 25 Mar 18, 07:01 AM
 1013           
 0
 25 Mar 18, 07:01 AM

কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৫ যুবতীকে ফেরত দিল বিএসএফ।।

কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৫ যুবতীকে ফেরত দিল বিএসএফ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক পাঁচ বাংলাদেশি যুবকতীকে বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রবিবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস আরবির সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। সেই পাঁচ যুবতী হলেন,পিরোজপুর জেলার স্বরুপকাটি থানার মুনিনাগ গ্রামের মৃত রমেশ চন্দ্র হালাদারের স্ত্রী সোনালী হালাদার (৪৮),শরিয়াতপুর জেলার নরিয়া থানার কুড়িবিছড়মৃদ্দা গ্রামের রশিদ মৃধার মেয়ে মমতাজ বেগম (৩৫),যশোর জেলার শার্শা থানার জামতলা গ্রামের মৃত শাহজামালের মেয়ে সাবিনা সরদার (৪০),ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ থানার মহাদেবপুর গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের মেয়ে শ্রী বকুল বিশ্বাস (২২) ও যশোর জেলার কতুয়ালী থানার রামরগর গ্রামের আইয়ুব ঢালীর মেয়ে বিলকিস ঢালী (২৯)।

কলারোয়া ৩৩/সি কাকডাঙ্গা ক্যাম্পের ল্যান্স নায়েক মোস্তফা কামাল জানান,বাংলাদেশি পাঁচ যুবতীকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে তারালী ক্যাম্পের বিএসএফ কমান্ডার কাকডাঙ্গা ক্যাম্পে পত্র মারফত পতাকা বৈঠকের আহব্বান জানান। তাদের আহবানে সাড়া দিয়ে আজ রবিবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস আরবির নিকট পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের বিজিবির নিকট হস্তান্তর করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কলারোয়া থানায় কাকডাঙ্গা ক্যাম্পের ল্যান্স মোস্তফা কামাল বাদী হয়ে একটি মামলা (নং ২৬) দায়ের করেছেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন