News71.com
 Bangladesh
 23 Jan 18, 01:40 AM
 1061           
 0
 23 Jan 18, 01:40 AM

সাতক্ষীরায় এনজিওর নামে টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারক আটক।।

সাতক্ষীরায় এনজিওর নামে টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারক আটক।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় আল বারাকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে এক ভুয়া এনজিওর মাধ্যমে চাকরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকাল সাড়ে চারটার দিকে শহরের পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ভাড়া বাড়িতে ওই ভুয়া এনজিও অফিসে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চকদুয়ারি গ্রামের নবাব আলির ছেলে ইয়াছিন খান,সাতক্ষীরা সদর উপজেলার দামারপোতা গ্রামের নাছির উদ্দিনের ছেলে বায়েজিদ বোস্তামিসহ তিনজন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার জানান,বেকারদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল বারাকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি ভুয়া এনজিও। এমন অভিযোগের ভিত্তিতে পুরাতন সাতক্ষীরায় জনৈক মামুনের বাড়িতে ভাড়া নেয়া ওই এনজিও অফিসে অভিযান চালানো হয় এবং তিন প্রতারককে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন