News71.com
 Bangladesh
 20 Dec 17, 10:50 AM
 1131           
 0
 20 Dec 17, 10:50 AM

খুলনা শিশু ফাউন্ডেশনের ভোট গণনাকালে ব্যাপক ভাঙচুর, গণনা স্থগিত।

খুলনা শিশু ফাউন্ডেশনের ভোট গণনাকালে ব্যাপক ভাঙচুর, গণনা স্থগিত।

 

নিউজ ডেস্কঃ খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাহী কাউন্সিলের সদস্যদের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গণনা নিয়ে জেলা স্টেডিয়াম ভবনে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। খুলনার শিশু ফাউন্ডেশনের নির্বাচনে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ভোটকেন্দ্রে ভাঙচুর ও ব্যালট ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নবনির্মিত জেলা স্টেডিয়ামের মূল ভবনে এ ঘটনা ঘটে। উল্লেখ্য শিশু ফাউন্ডেশনের নির্বাচনে দুইটি প্যানেলে ২০ জন করে মোট ৪০ জন প্রার্থী অংশ নেয়। দুটি প্যানেলই আওয়ামী লীগের। এখানে বিএনপির কোন প্যানেল ছিলনা।খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম দুইটি প্যানেলের নেতৃত্বে ছিলেন।

গতকাল রাত ১০টার দিকে ভোট গণনাকালে এক পক্ষের সমর্থকরা হামলা করে ব্যালট ছিনতাই করে। এসময় উভয়পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে নবনির্মিত জেলা স্টেডিয়ামের মূল ভবনে ভোট গ্রহণ চলছিল। গতকাল বিকাল থেকে স্টেডিয়াম এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।র্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন