News71.com
 Bangladesh
 12 Sep 17, 12:07 PM
 1030           
 0
 12 Sep 17, 12:07 PM

নড়াইলের লোহাগড়া থানার সাবেক ওসিসহ ১৫ জনের নামে আদালতে মামলা.......

নড়াইলের লোহাগড়া থানার সাবেক ওসিসহ ১৫ জনের নামে আদালতে মামলা.......


লোহাগড়া সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহাসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ মামলাটি গ্রহণ করে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসানকে আগামী ১৭ অক্টোবরের মধ্যে জুডিশিয়াল তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামীরা হলো- তৎকালীন লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন হোসেন, শিমুল কুমার দাস, নাসির উদ্দিন আকন্দ ও মিহির কান্তি পাল। সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মাসুদুর রহমান, তনভির হোসেন ও আব্দুল হাকিম। কনস্টেবল হাফিজুর রহমান, আব্দুস সামাদ, রাজিউল ইসলাম ও নাসির হোসেন। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসব ডা. মঞ্জুরুল মোর্শেদ মুন এবং জেলা আওয়ামী লীগের নেতা শরিফুল ইসলাম।

মামলার বিবরণে জানাগেছে, ২০১৬ সালের ৩ আগষ্ট লোহাগড়া পৌরসভা নির্বাচনের প্রাক্কালে স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ শরিফুল ইসলামের ক্যাডার জাহাঙ্গীরের কাছ থেকে জনগণ দুইটি পিস্তল এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রাতে কাশিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমানকে থানায় ডেকে নিয়ে ওসিসহ তার সহকর্মীরা বেদম মারধর করে। পরে আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও কর্মরত চিকিৎসক ডা. মঞ্জুরুল মোর্শেদ মুন রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন উল্লেখ করেননি বলেও মামলার এজাহারে উল্লেখ্য করেন বাদী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন