News71.com
 Bangladesh
 26 Jul 17, 09:36 AM
 1190           
 0
 26 Jul 17, 09:36 AM

যশোরের বেনাপোলে সীমান্ত চেকপোস্ট থেকে সোনাসহ আটক ২ যাত্রী

যশোরের বেনাপোলে সীমান্ত চেকপোস্ট থেকে সোনাসহ আটক ২ যাত্রী

নিউজ ডেস্ক : যশোরের বেনাপোল চেকপোস্টে পাসপোর্টধারী দুই বাংলাদেশি যাত্রীকে চারটি সোনার বারসহ আটক করা হয়েছে। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মাদ সাদিক জানান, বুধবার সকালে চেকপোস্টের শূন্যরেখা থেকে তাদের আটক করা হয়। আটক আরিফুল ইসলাম (৩৫) মুন্সিগঞ্জের গজারিয়া থানার মল্লিকপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে, আর হারুন আল রশিদ (৫০) নারায়ণগঞ্জের আব্দুল গফুরের ছেলে।

শুল্ক কর্মকর্তারা সাংবাদিকদের জানান , “দুই পাসপোর্টধারী যাত্রী সোনার চালান ভারতে পাচারের চেষ্টা করছেন এমন খবর পেয়ে গোয়েন্দা সদস্যরা চেকপোস্টে অবস্থান নেন। শূন্যরেখায় সন্দেহজনক আচরণের কারণে আরিফুল ও হারুনকে আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি সোনার বার পাওয়া গেছে। এর ওজন ৪০০ গ্রাম।” আটক সোনা বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সোনা পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন