News71.com
 Bangladesh
 24 Jul 17, 09:13 AM
 1147           
 0
 24 Jul 17, 09:13 AM

খুলনায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

খুলনায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

নিউজ ডেস্কঃ খুলনায় ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সেক্টর সদর দপ্তরে বুলডোজার দিয়ে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৬৬ হাজার ৫৯২ বোতল ফেনসিডিল, ৫৮০ বোতল বিদেশি মদ, ৯৭৪ বোতল বিয়ার, ৮ হাজার ৮৩৮ লিটার বাংলা মদ, ৫ কেজির অধিক গাঁজা ও ১ লাখ ৪০ হাজার ৪৪৭ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ কোটি ২৮ লাখ ৩শ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খান, ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল এ এস এম আনিসুল ইসলাম, ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খুলনার অধিনায়ক লে.কর্নেল তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম হাবিব, স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন