নিউজ ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, তাদের সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা বিদ্যমান সিটি করপোরেশন আইন দ্বারা নির্ধারিত হবে। ২০২৩ সালের ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। অন্যদিকে ২০২৩ সালের ১২ জুনের নির্বাচনে তৃতীয়বারের মতো খুলনা সিটি করপোরেশনের মেয়র হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক। এর আগে তারা ২০০৮ ও ২০১৮ সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন।