News71.com
 Bangladesh
 01 Aug 22, 09:49 PM
 1009           
 0
 01 Aug 22, 09:49 PM

টিপু হত্যায় নির্দোষ কেউ গ্রেফতার হয়নি।। ডিবি

টিপু হত্যায় নির্দোষ কেউ গ্রেফতার হয়নি।। ডিবি

নিউজ ডেস্কঃ  রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতি হত্যার ঘটনায় নির্দোষ কোনো ব্যক্তিকে গ্রেফতার কিংবা হয়রানি করা হচ্ছে না বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ। সোমবার (০১ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতা টিপু হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন ৬ আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত মোট ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বলেন, আমরা পারিপার্শ্বিকতা, সাক্ষ্যপ্রমাণ ও ইতোপূর্বে গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দী ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পেয়েছি শুধু তাদেরকেই আমরা গ্রেফতার করেছি। আমি মনে করি, এই ঘটনায় অন্যায়ভাবে কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না-যোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন