News71.com
 Bangladesh
 27 Jul 22, 08:21 PM
 1174           
 0
 27 Jul 22, 08:21 PM

বিদ্যুৎ খাতে চুরি-দুর্নীতির বিচার করতে হবে।। সাকি

বিদ্যুৎ খাতে চুরি-দুর্নীতির বিচার করতে হবে।। সাকি

নিউজ ডেস্কঃ  বিদ্যুৎ খাতে লুটপাট ও দুর্নীতির প্রতিবাদে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগরের (উত্তর ও দক্ষিণ) আয়োজনে হারিকেন হাতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ানের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।

তিনি বলেন, দেশ এখন ভয়াবহ বিদ্যুৎ সংকটে আছে। পরিস্থিতি আরও ভয়াবহ হবে—একথা সরকার নিজেই বলছে। ক’দিন আগেই মহাসমারোহে শতভাগ বিদ্যুতায়নের অনুষ্ঠান করা হলো। আর এখন সরকারই বলছে—হারিকেন জ্বালাও, কুপি জ্বালাও। সরকারের ঘোষণার আগেই লোডশেডিং শুরু হয়ে গেছে। সরকার বলছে, সুসম লোডশেডিং আর গ্রামে লোডশেডিং দেওয়া হচ্ছে ১৩ ঘণ্টা পর্যন্ত। যারা দেশের অর্থনীতি চালান তারাই সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন। ইতোমধ্যে সারকারখানাগুলোও বন্ধ হয়ে গেছে। জোনায়েদ সাকি আরও বলেন, ২০০৯ সালে সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ নিয়ে মানুষের সংকট ও বিক্ষোভকে কাজে লাগিয়ে লুটপাটের আয়োজন গড়ে তোলা হলো। দ্রুত সমাধানের কথা বলে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র করা হলো। ২০১৪ সাল পর্যন্ত চলার কথা ছিল। এখন ২০২২ সাল পর্যন্তও এগুলো চলছে এবং আবারও নবায়ন করা হচ্ছে। তাদের বসিয়ে বসিয়ে গত ১২ বছরে ৭০ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে ভর্তুকি দেওয়া হয়েছে এবং লুট করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন