News71.com
 Bangladesh
 18 Jul 22, 06:31 PM
 789           
 0
 18 Jul 22, 06:31 PM

ভুয়া ভিসা দিয়ে তিন কোটি টাকা হাতিয়েছেন তিনি।।

ভুয়া ভিসা দিয়ে তিন কোটি টাকা হাতিয়েছেন তিনি।।

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য ও ইউরোপে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা, নকল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরোর (বিএমইটি) কার্ড দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো একটি চক্র। এ অভিযোগে মানবপাচার ও প্রতারক চক্রের হোতা মো. আবুল কালামকে (৪১)  আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৪টি পাসপোর্ট, ছয়টি নকল বিএমইটি কার্ড, আর্থিক লেনদেনের বিভিন্ন লেজার, রেজিস্ট্রার ও ডায়েরি জব্দ করা হয়।

রোববার (১৭ জুলাই) রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাকে গ্রেফতার করে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, গত তিন বছরে চক্রটি ৩০০ লোকের কাছ থেকে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা ভুয়া ভিসা ও নকল বিএমইটি কার্ড নিয়ে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ভিসা ও কার্ড নকল হওয়ায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দিতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন