News71.com
 Bangladesh
 03 Jul 22, 01:36 PM
 1505           
 0
 03 Jul 22, 01:36 PM

আড়াইহাজারে শতাধিক স্পটে মাদক বিক্রি।।

আড়াইহাজারে শতাধিক স্পটে মাদক বিক্রি।।

নিউজ ডেস্কঃ চিত্রটি নারায়ণগঞ্জের আড়াইহাজারের উৎরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের টয়লেটে কল্কি আটকে গিয়েছে। তাই বাচ্চারা টয়লেট ব্যবহার করতে পারছিল না। কথাটি শিক্ষকদের মারফত প্রধান শিক্ষকের কানে যায়। তিনি একটি লোক ডেকে এনে ২০০ টাকা দিয়ে টয়লেটটি পরিষ্কার করান। পরদিন আরেক সমস্যা। স্কুলের করিডোরে কে বা কারা প্রস্রাব ও বমি করে গেছে। এবার প্রধান শিক্ষক বিষয়টি ইউএনওকে অবহিত করেন। পরবর্তীতে আড়াইহাজার থানা পুলিশ উৎরাপুরে ওই প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদকের হাটে অভিযান চালায়। কিছুদিন মাদকের হাট বন্ধ ছিল। আবার মাদকের হাট চালু হয়েছে বলে গ্রামবাসীর অভিযোগ।

গ্রামবাসীরা জানান, উৎরাপুরের পরের গ্রাম বালিয়াপাড়ায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয় ইউপি মেম্বার ও তার সাগরেদদের মধ্যে চলছে দ্বন্দ্ব সংঘাত। মেম্বার সোহেলের পুরো পরিবার মাদকের সঙ্গে জড়িত। মাদক ব্যবসা করে তারাও রাতারাতি কোটিপতি হওয়ার মিশনে নেমেছে। মেম্বার সোহেল, তার মা সোনাই আক্তার, বাবা মকবুল মাদক ব্যবসা দেখভাল করে। দিনশেষে মাদকের স্পটের হিসাব বুঝে নেয়। সন্ধ্যার পরেই বালিয়াপাড়া ও পার্শ্ববর্তী উৎরাপুর স্কুল মাঠে মাদকের হাট বসান বলে জানান একাধিক গ্রামবাসী । আড়াইহাজার থানা থেকে ৫/৬ কিলোমিটার দূরবর্তী এই গ্রামে প্রকাশ্যে মাদকের হাটের কারণে গ্রামে চুরি, ছিনতাই বেড়েছে। থানা থেকে দূরে বলে পুলিশ আসার আগেই ওরা সোর্স মারফত খবর পেয়ে লাপাত্তা হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন