News71.com
 Bangladesh
 30 Jun 22, 02:20 PM
 1272           
 0
 30 Jun 22, 02:20 PM

মিরপুরে মাদকসহ গ্রেফতার ৩ ব্যবসায়ী ।। (ডিএমপি)

মিরপুরে মাদকসহ  গ্রেফতার ৩ ব্যবসায়ী ।। (ডিএমপি)

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর এলাকা থেকে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর মডেল পুলিশ।বৃহস্পতিবার (৩০ জুন) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- মো. শাকিল আহম্মেদ, মো. সুমন ও মো. সিরাজুল মোস্তফা। এসময় তাদের হেফাজত থেকে ২ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার গোপন সংবাদের মাধ্যমে জানা যায় মিরপুর এলাকায় মানহা বাজারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ শাকিল, সুমন ও সিরাজুলকে গ্রেফতার করা হয়।মিরপুর থানা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন