News71.com
 Bangladesh
 23 Jun 22, 10:18 PM
 1296           
 0
 23 Jun 22, 10:18 PM

পদ্মা সেতুর উদ্বোধনের দিনে সেতু এলাকায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ।।

পদ্মা সেতুর উদ্বোধনের দিনে সেতু এলাকায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ।।

নিউজ ডেস্কঃ উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতু এলাকার নৌপথে নৌযান চলাচলে বিধি-নিষেধ দিয়েছে সরকার।  শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে শনিবার সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এতে বলা হয়, সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন। এমতাবস্থায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল ও নিরাপদভাবে সম্পাদনে পদ্মা সেতু সংলগ্ন সব নৌপথে আগামী শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া সব নৌচলাচল বন্ধ থাকবে। তবে শনিবার সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন