News71.com
 Bangladesh
 22 Jun 22, 12:05 PM
 1121           
 0
 22 Jun 22, 12:05 PM

কাঁচপুরে ২ শতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ।।

কাঁচপুরে ২ শতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে মহাসড়কের সড়ক ও জনপদের জায়গা দখল করে নির্মাণ হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে নয়াবাড়ির বিসিক শিল্পনগরীর ১ ও ২ নং ফটকের উভয় পাশে এ অভিযান চালানো হয়। সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সময় প্রায় দু’শতাধিক স্থাপনা উচ্ছেদ করে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ, ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান মিয়া। এ সময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল, উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেনসহ সোনারগাঁ থানা ও কাঁচপুর হাইওয়ে থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে ওই এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন করে আসছিল। সম্প্রতি বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের নজরে এলে মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন