News71.com
 Bangladesh
 19 Jun 22, 09:50 AM
 1397           
 0
 19 Jun 22, 09:50 AM

পদ্মায় দুই ফেরির সংঘর্ষ।।নিহত ১

পদ্মায় দুই ফেরির সংঘর্ষ।।নিহত ১

নিউজ ডেস্কঃ  মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সাথে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা অপর একটি ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছে।রোববার(১৯ জুন) ভোর সোয়া পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিআইডব্লিউটিসি'র মেরিন ইঞ্জিনিয়ার আহমেদ আলী জানায়, 'প্রতিদিনের মত যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। অপরদিকে অন্য একটি ফেরি  মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল। এসময় পদ্মা নদীর টার্নিং পয়েন্টে আসলে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেরি থাকা এক যাত্রী নিহত হয়েছে। তাৎক্ষনিক তার পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একটি পিকআপের ড্রাইভার বলে জানা গেছে। সে সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।'এ ঘটনায় একজন নিহত ছাড়া তেমন কোন হতাহত হয়নি বলেও জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন