News71.com
 Bangladesh
 12 Jun 22, 01:30 PM
 1381           
 0
 12 Jun 22, 01:30 PM

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২।।

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২।।

নিউজ ডেস্কঃ  রাজধানীতে পৃথক ঘটনায় রামপুরা ও ডেমরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই জন আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  রোববার (১২ জুন) ঢাকা মেডিক্যাল হাসপাতাল থেকে এই তথ্য নিশ্চিত করেন (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহতরা এমন অভিযোগ করেন তারা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। এরআগে শনিবার (১১ জুন) দিনগত রাতে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন- কাঁচামাল ব্যবসায়ী আ. রাজ্জাক (৪৮) ও অটোরিকশা চালক বাবুল সিকদার (৬০)।

আহত রাজ্জাক জানান, তিনি রামপুরা কুঞ্জবন এলাকায় থাকেন। ভ্যানে করে মগবাজার এলাকায় কাঁচামাল বিক্রি করেন তিনি। কাঁচামাল কিনতে ভোর ৪টার দিকে ভ্যান নিয়ে কারওয়ান বাজার যাচ্ছিলেন। পথে রামপুরা টিভি সেন্টারের সামনের রাস্তায় দুই যুবক তাকে থামায়। এরপর গলির ভিতর থেকে আরও ৪জন এসে তাদের সঙ্গে যোগ দেয়। তখন তারা ধারালো অস্ত্র বের করে রাজ্জাককে ভয় দেখিয়ে পকেটে থাকা সাড়ে ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। তবুও পিছন থেকে একজন তার বাম কাঁধে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত আহত অবস্থায় তিনি ভ্যান নিয়েই গ্যারেজে চলে যায়। সেখান থেকে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন