News71.com
 Bangladesh
 21 May 22, 06:08 PM
 916           
 0
 21 May 22, 06:08 PM

রাজধানীতে ২৮৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১।।  লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল গোয়েন্দা টিম

রাজধানীতে ২৮৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১।।  লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল গোয়েন্দা টিম

নিউজ ডেস্কঃ খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আবুল কালাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তার কাছ থেকে ২৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (২১ মে) এ তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে, শুক্রবার (২০ মে) জোয়ার সাহারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম। ওই গোয়েন্দা টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংবাদে পাই এক মাদক বিক্রেতা খিলক্ষেত থানার জোয়ার সাহারা এলাকার ৪নং রোড এলাকায় ইয়াবা বিক্রি করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ২৮৫০ পিস ইয়াবাসহ আজাদকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতার আজাদ কক্সবাজার জেলার টেকনাফ থানার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তার  বিরুদ্ধে খিলক্ষেত থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন