News71.com
 Bangladesh
 21 May 22, 10:53 AM
 1275           
 0
 21 May 22, 10:53 AM

রাজধানীতে অবৈধভাবে জাল স্ট্যাম্প তৈরির মূলহোতাসহ আটক ৪।।

রাজধানীতে অবৈধভাবে জাল স্ট্যাম্প তৈরির মূলহোতাসহ আটক ৪।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে অবৈধভাবে জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প তৈরির মূলহোতাসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (২০ মে) রাতে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প তৈরির জালিয়াতি চক্রের মূলহোতাসহ মোট চারজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমান স্ট্যাম্প ও কার্টিজ পেপার উদ্ধার করা হয়। শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন