News71.com
 Bangladesh
 19 May 22, 05:36 PM
 865           
 0
 19 May 22, 05:36 PM

বিজয় সরণিতে কাভার্ডভ্যান উল্টে ঢাকা অচল।।

বিজয় সরণিতে কাভার্ডভ্যান উল্টে ঢাকা অচল।।

নিউজ ডেস্কঃ  রাজধানীর বিজয় সরণি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। সড়কটিতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকার প্রভাব পড়েছে রাজধানীজুড়ে। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, কাভার্ডভ্যানটি উল্টে যাওয়ার পর ওই এলাকায় যানচলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে।

ভ্যানটি বড় হওয়ায় রাস্তা থেকে সরাতে অনেক সময় লাগে, যার প্রভাবে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) ভোরে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি উল্টে যায়। এরপর দীর্ঘ চেষ্টার পর রেকারের মাধ্যমে সকাল ৯টার দিকে কাভার্ডভ্যানটি সরাতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ। ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের শেরে-বাংলা জোনের সহকারী কমিশনার (এসি) শোভন চন্দ্র জানান, ভোরে একটি কাভার্ডভ্যান অনিয়ন্ত্রিত গতির কারণে বিজয় সরণি মোড়ে উল্টে যায়। ভ্যানটি উল্টে যাওয়ার পর ওই এলাকায় যানচলাচল দীর্ঘক্ষণ ব্যাহত থাকে। পরে রেকার এনে ভ্যানটি সকাল ৯টার দিকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন