News71.com
 Bangladesh
 18 May 22, 09:50 PM
 1048           
 0
 18 May 22, 09:50 PM

বাড়িতে ঢুকে চেয়ারম্যানের শিশুপুত্রকে কুপিয়ে হত্যা।।

বাড়িতে ঢুকে চেয়ারম্যানের শিশুপুত্রকে কুপিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ  ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়িতে ঢুকে এক লোক ৯ বছর বয়সী শিশুটিকে কুপিয়ে হত্যা করে।  বুধবার (১৮ মে) বিকেল ৪টার দিকে সদরপুর উপজেলা পোস্ট অফিসের সামনে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার শিশুর নাম আল রাফসান। ঘটনার সময় তার মা বেগম রত্না (৩৫) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এলাকাবাসী দুজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত বলে ঘোষণা করেন। দিলজাহানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওমর ফয়সাল বলেন, রাফসানকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। দিলজাহানের অবস্থা গুরতর হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, চাপাতি দিয়ে এ ঘটনাটি এক লোক ঘটিয়েছে। তার নাম এরশাদ মোল্লা (৩৫)। তিনি ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী মোল্লা বাড়ির বাসিন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন